মহুয়া মৈত্র মামলায় এবার শীর্ষ আদালতের এক্তিয়ার নিয়ে প্রশ্ন। প্রশ্ন তুলল লোকসভার সচিবালয়। টাকার বিনিময়ে প্রশ্ন, এই অভিযোগে তৃণমূলের মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ করা হয়েছে। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছেন মহুয়া। গত ৩ জানুয়ারি এই ব্যাপারে লোকসভার সচিবালয়কে নোটিস পাঠায় শীর্ষ আদালত।
নির্দেশ দেওয়া হয়, আগামী দু সপ্তাহের মধ্যে নোটিসের উত্তর দিতে হবে। সময় পেরিয়ে যাওয়া পর সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যত অস্বীকার করল লোকসভার সচিবালয়। পাল্টা জানিয়ে দেওয়া হল, সংবিধানের ১২২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আইনসভার অভ্যন্তরীণ কার্যপদ্ধতিতে বিচারবিভাগ হস্তক্ষেপ করতে পারে না।
উল্লেখ মহুয়া মৈত্রের এই মামলায় লোকসভার সচিবালয়কে নোটিস পাঠায় বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ। এই মামলায় দুই বিচারপতির বেঞ্চে আইনজীবী অভিষেক মনু সিংভি অভিযোগ করেছিলেন, এথিক্স কমিটি একতরফা ভাবে রিপোর্ট তৈরি করেছিল।