চিঠি দিয়ে কাজ হল না। সাংসদ পদ নিয়ে জটিলতার কারণে শিশির অধিকারীকে দিল্লি তলব করলেন স্পিকার ওম বিড়লা। আগামী ১২ অক্টোবর লোকসভার প্রিভিলেজ কমিটির সামনে সশরীরে হাজিরা দিতে হবে কাঁথির সাংসদকে। তবে, এ বিষয়ে নিজের শারীরিক অসুস্থতার প্রসঙ্গ টেনে শিশিরের সাফ জবাব, চিকিৎসক বললে তবেই দিল্লি যাবেন তিনি।
মঙ্গলবার কাঁথির সাংসদ জানান, এখন চিকিৎসকদের পরামর্শ মতোই সব কাজ করেন তিনি। চিকিৎসকদের পরামর্শ মেনেই তাঁর দিন শুরু হয়। ফলে তাঁদের অনুমতি ভিন্ন দিল্লি যাত্রা নিয়ে ভাবতে রাজি নন শিশির।
২০১৯ সালের লোকসভা ভোটে তৃণমূলের টিকিটে জেতেন শিশির অধিকারী। ঠিক তার দু'বছরের মধ্যেই রাজনৈতিক অবস্থান বদলে যায় তাঁর। হলদিয়ায় প্রধানমন্ত্রীর প্রচারমঞ্চ আলো করে বসে ছিলেন কাঁথির সাংসদ। এরপরেই তাঁর সাংসদ পদ খারিজের দাবিতে স্পিকার ওম বিড়লার দারস্থ হন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়।