UNESCO Durga Puja 2022: ১ সেপ্টেম্বর দুর্গাপুজোর শোভাযাত্রা, সামিল হবেন ইউনেসকোর প্রতিনিধিরাও

Updated : Aug 30, 2022 16:14
|
Editorji News Desk

বাংলার দুর্গাপুজোকে (Durga Puja) ইনট্যানজিবেল হেরিটেজ হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেসকো (UNESCO)। বিশ্ব দরবারে সম্মানিত হয়েছে বাঙালির প্রাচীন ঐতিহ্য। ১ সেপ্টেম্বর রাজ্যে আসছেন নয়াদিল্লির ইউনেসকোর প্রতিনিধিরা। বাংলার উৎসবে সামিল হওয়ার কথা জানালেন ইউনেসকোর নয়া দিল্লির ডিরেক্টর এরিক ফল্ট।

১ সেপ্টেম্বর দুর্গাপুজো নিয়ে শহরের বুকে শোভাযাত্রার আয়োজন করেছে রাজ্য। নয়াদিল্লি থেকে ইউনেসকোর নয়াদিল্লির ডিরেক্টর এরিক ফল্ট বলেন, "আমি আগামী সপ্তাহে কলকাতা যাচ্ছি। প্যারিস থেকে আমার সহকর্মীও আমার সঙ্গে যোগ দিচ্ছে। প্রথমে আমরা কেন্দ্র সরকারের সঙ্গে দেখা করব। এরপর কলকাতায় যাব। দুর্গাপুজো নিয়ে সেলিব্রেশনে অংশ নেব। বাংলার জন্য এটা অনেক বড় উৎসব।" ১ সেপ্টেম্বর শোভাযাত্রায় অংশ নেবেন তাঁরাও।  

আরও পড়ুন: ইউটিউবার মদন মিত্র ! কুমোরটুলিতে ইউটিউব চ্যানেলের কালারফুল লঞ্চ বিধায়কের

প্রসঙ্গত, সোমবারই রাজ্যে দুর্গাপুজোর আগমন নিয়ে শোভাযাত্রার কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জোড়াসাঁকোতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি থেকে শোভাযাত্রার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন ক্লাব ও সাধারণ মানুষকে অংশ নিতে বলেছেন। সেই শোভাযাত্রাতেই অংশ নেবেন ইউনেসকোর প্রতিনিধিরা। 

ইউনেসকোর নয়াদিল্লির ডিরেক্টর এরিক ফল্ট জানান, "বিশ্বের ঐতিহ্যকে সংরক্ষণ করে ইউনেসকো। প্রাচীন ঐতিহ্যগুলিকে ভারত সরকারের সাহায্যে সংরক্ষণ করছে ইউনেসকো। ভাষা, সংস্কৃতি, সঙ্গীত অনেক কিছুই যা সেভাবে প্রচারের আলো পায় না, তা সংরক্ষণ করা হয়। দেশের উত্তর-পূর্ব অঞ্চলের সংস্কৃতিকে এবার সংরক্ষণের জন্য বেছে নেওয়া হয়েছে। কারণ সেখানে তত সংখ্যক মানুষের যাওয়া আসা নেই। উত্তর পূর্বের সংস্কৃতিকে এখনও তেমন ভাবে জানে না গোটা বিশ্ব। "

UNESCODurga Puja 2022Mamata Banerjee

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক