১৮-৬০ বছরের জন্য প্রিকশন ডোজ (18+ Vaccination) চালু করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। শুক্রবার এই ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক (MHE)। ১০ এপ্রিল থেকে এই প্রিকশন ডোজ দেওয়া শুরু হবে। যাদের দ্বিতীয় ডোজ (Second Dose) নেওয়ার ৯ মাস হয়ে গিয়েছে, তারাই পাবে কোভিডের (Covid 19 Vaccination) এই প্রিকশন ডোজ।
শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, "১৮ বছর ও তার উর্ধ্বে যারা দুটি করে কোভিড ডোজ (Second Dose) নিয়েছেন, এবং দ্বিতীয় ডোজ নেওয়ার ৯ মাস হয়ে গিয়েছে, তারাই প্রিকশন ডোজ নেওয়ার উপযুক্ত।" স্বাস্থ্যমন্ত্রক আরও জানিয়েছে, বর্তমানে ষাটোর্ধ্ব ও স্বাস্থ্যকর্মী, ফ্রন্টলাইন ওয়ার্কাসদের যে প্রিকশন ডোজের যে টিকাকরণের শিবির (Free Vaccination Camp) চলছে, তা এর পাশাপাশি চলবে। এবং এই শিবির দ্রুত শেষ করার চেষ্টা করবে সরকার।
আরও পড়ুন: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণের সংখ্যা ১ হাজার ১০৯, মৃত ৪৩
এখনও পর্যন্ত ১৫ বছরের উর্ধ্বদের টিকাকরণ প্রক্রিয়ার কাজ ৯৬ শতাংশ শেষ হয়ে গিয়েছে বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর। ২ কোটি ৪০ লক্ষ ষাটোর্ধ্ব নাগরিক, স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইন ওয়ার্কার্সরা প্রিকশন ডোজ পেয়েছেন। ১২-১৪ বছরের টিকাকরণে অন্তত প্রথম ডোজ পেয়েছে ৪৫ শতাংশ নাগরিক।
গত বছর বড়দিনের রাতে প্রিকশন ডোজের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্কুল-কলেজের পড়ুয়াদের ১৫ থেকে ১৮ বছর বয়সিদেরও টিকাকরণের ঘোষণা করে কেন্দ্র। সেই সঙ্গে তাঁর ঘোষণা ছিল, করোনা যোদ্ধা এবং কো-মর্বিডিটি থাকা ৬০ বছরের উপরের ব্যক্তিদের প্রিকশন ডোজ দেওয়া হবে। এরপর ১৫ মার্চ কেন্দ্র ঘোষণা করে, সব ষাটোর্ধদের কোভিডের প্রিকশন ডোজ দেওয়া হবে।
কোভিডের নতুন প্রজাতি ওমিক্রনের বিএ১ ও বিএ২ ভাইরাস দ্রুত হারে ছড়াচ্ছে। এরপর এসেছে নতুন প্রজাতি XE ও কাপ্পাও। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলেও এখনই ভাইরাস থেকে মুক্তি নেই। জুন মাসে কোভিডের চতুর্থ ঢেউ আসতে পারে বিশ্বজুড়ে। আন্তর্জাতিক বিমান পরিষেবা স্বাভাবিক হয়েছে অনেক দেশে। ভারতেও দেশজুড়ে কোভিড বিধিনিষেধ তুলে দেওয়া হয়েছে। কিন্তু চিনে ফের নতুন করে ছড়িয়েছে সংক্রমণ। সাংহাই শহরে লকডাউন ঘোষণা করা হয়েছে। চিনের পাশাপাশি এশিয়ার অনেক দেশেই কোভিড পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে। তাই ফের নতুন করে প্রিকশন ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিল ভারত সরকার। ষাটোর্ধ্ব ও স্বাস্থ্যকর্মী, ফ্রন্টলাইন ওয়ার্কার্সদের আগেই শুরু হয়ে গিয়েছিল প্রিকশন ডোজ। এবার ১৮-৬০ বছরের জন্য দেশের নাগরিকদের প্রিকশন ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র।