বিশ্বভারতীর (Visva Bharati) উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে এবার রাষ্ট্রপতির দরবারে শিক্ষাবিদরা। ভারত-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের ২৬২ জন শিক্ষাবিদ সই করছেন সেই চিঠিতে। তালিকায় আছেন বিশিষ্ট মার্কিন ভাষা বিজ্ঞানী নোম চমস্কিও (Noam Chomsky)।
বিগত চার বছর ধরে বিশ্বভারতী সংবাদ শিরোনামে। বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ছাত্রছাত্রীদের একাংশ এই নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন।
আরও পড়ুন: হাওড়ার দাশনগরে কিশোরের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য, খুনের অভিযোগ পরিবারের
এসব নিয়েই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে চিঠি পাঠিয়েছেন শিক্ষাবিদরা। এই বিষয়টি বাংলার শিক্ষাক্ষেত্রের জন্য যথেষ্ট মর্যাদাহানিকর বলেই মনে করছেন শিক্ষাবিদদের বড় একটি অংশ।