টুইটারে এবার তৃণমূল কংগ্রেসকে (AITC) আনফলো করলেন সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। যদিও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোাপাধ্যায়কে (Mamata Banerjee) এখনও টুইটারে ফলো করছেন তিনি।
কলকাতার একটি অনুষ্ঠানে 'মা কালী' নিয়ে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের মন্তব্যে বিতর্কের ঝড় বয়ে যায়। এরপরই মহুয়ার সঙ্গে দূরত্ব তৈরি করে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। মঙ্গলবার রাতেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে টুইট করে জানিয়ে দেওয়া হয়, মহুয়ার মন্তব্যের দায় নিচ্ছে না তৃণমূল। তার কয়েকঘণ্টার মধ্যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের টুইটার হ্যান্ডেলকে আনফলো করেন মহুয়া মৈত্র। যা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন দলের একাংশ। মঙ্গলবার বিজেপি নেতাদের আক্রমণের পর টুইট করে পাল্টা আক্রমণ করেন কৃষ্ণনগরের সাংসদ। কিন্তু দলের পক্ষ থেকে তাঁকে বার্তা দেওয়ার পর, এখনও মুখ খোলেননি মহুয়া মৈত্র।
আরও পড়ুন: দেবী কালীকে নিয়ে মন্তব্য মহুয়ার ব্যক্তিগত ভাবনা, জানাল তৃণমূল
প্রসঙ্গত, লীনা মানিমেকালাইয়ের তথ্যচিত্রের একটি পোস্টারে দেবী কালী রূপে এক মহিলাকে ধূমপান করতে দেখা গিয়েছে। যা নিয়ে সম্প্রতি বিতর্ক তৈরি হয়। দেবী কালীর ওই ছবির পোস্টার সংক্রান্ত প্রশ্নেই মন্তব্য করেন সাংসদ মহুয়া মৈত্র। এরপরই তাঁর মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়।