মঙ্গলবার গভীর রাতে অনুব্রত মণ্ডলকে হেফাজতে পাওয়ার পরই জেরা শুরু করে দিল ইডি। বুধবার সকাল থেকে টানা জেরা করা হয় তাঁকে। এরই মাঝে আধঘণ্টা তাঁকে রাম মনোহর লোহিয়া সরকারি হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়।
বুধবার হোলি। দেশজুড়ে ছুটি। কিন্তু অনুব্রত মণ্ডলকে নিয়ে কোনও সময় নষ্ট করতে চাইছে না ইডি। ইডি সূত্রে খবর, সায়গল হোসেনের সঙ্গে মুখোমুখি জেরা করা হতে পারে তাঁকে। ১০ মার্চ, শুক্রবার ফের আদালতে পেশ করা হবে বীরভূমের তৃণমূল নেতাকে। এদিন সকাল থেকে তাঁকে জেরা করতে শুরু করেন তদন্তকারী আধিকারিকরা। বিকেলে অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করবেন তাঁর আইনজীবী।
বিচারকের নির্দেশেই অনুব্রতের আইনজীবী তাঁর সঙ্গে রোজ দেখা করতে পারবেন। জেরার সময় হাজির থাকতে পারবেন, দুই পক্ষের আইনজীবীও। পুরো জিজ্ঞাসাবাদ ভিডিয়োগ্রাফি করে রাখা হচ্ছে।