স্কুলের মিড ডে মিলে টিকটিকি। ভয় পেয়ে তড়িঘড়ি ৩০ পড়ুয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় চাঞ্চল্য মুম্বইয়ের ধারাভিতে অবস্থিত কমরাজ মেমোরিয়াল ইংলিশ হাই অ্যান্ড জুনিয়র কলেজে। যদিও স্কুল কর্তৃপক্ষের দাবি, ওই খাবার স্কুল থেকে দেওয়া হয়নি।
জানা গিয়েছে, বুধবার লাঞ্চ স্কুলের তরফ থেকে দেওয়া হয়নি। ওই এলাকার জেপি হোটেল নামে এক রেস্তোরাঁ বাচ্চাদের জন্য খাবার পাঠায়। ইডলি, সাম্বার জাতীয় দক্ষিণ ভারতীয় খাবার পাঠানো হয়েছিল।
কিন্তু আচমকাই,এক ছাত্রের সাম্বারে টিকটিকি ভাসতে দেখা যায়। আতঙ্কিত হয়ে পড়ে ওই পড়ুয়া। তাঁকে দেখে বাকিরাও আতঙ্কিত হয়ে পড়ে।
আরও পড়ুন - বিদেশে পড়তে যাওয়ার জন্য অপহরণের গল্প ফাঁদলেন ২১ বছরের তরুণী... তারপর?
তৎক্ষণাৎ সকলকে স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি অনুসারে, আয়ুশ নামে একটি নিকটবর্তী ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল জানিয়েছে, কোনও পড়ুয়ার খাবারেই বিষক্রিয়া হয়নি। সুস্থ আছে সকলে।