লিভ-ইন সম্পর্ককে (Live-in Relationship) একটি মামলায় 'মোহ', 'টাইমপাস' তকমা দিল এলাহাবাদ হাইকোর্ট (Allahabad High Court)। দেশের শীর্ষ আদালত লিভ ইন সম্পর্ককে এর আগে স্বীকৃতি দিয়েছে।
এবার এলাহাবাদ হাই কোর্টে এক ভিন্ন ধর্মী যুগলে নিরাপত্তার জন্য আবেদন করেন। তাঁদের আবেদন খারিজ করে আদালত। হাই কোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি রাহুল চতুর্বেদী এবং বিচারপতি মহম্মদ আজহার হুসেইন ইদ্রিসির পর্যবেক্ষণ লিভ ইন সম্পর্ক একে অন্যের প্রতি মোহ ও টাইমপাস।
উচ্চ আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, মাত্র ২০ এবং ২২ বছর বয়সেই ওই যুগল একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তাও আবার মাত্র দু'মাসের প্রেমে। তাই আদালতের মনে হয় না ওই যুগল ভাল করে ভেবে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পেরেছে।
আরও পড়ুন - গুজরাতে গরবা করতে গিয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ১০ জনের !
স্বেচ্ছায় সংসার করতে চান ভিনধর্মী ওই যুগল। কিন্তু তরুণীর পরিবার যুবকের বিরুদ্ধে FIR দায়ের করে। অপহরণ-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। যদিও তরুণী জানিয়েছেন, তিনি প্রাপ্তবয়স্ক। নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নিয়েছেন। এরপরেই তাঁরা মামলা চলাকালীন নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন। এই মামলায় এই মন্তব্য করে হাইকোর্ট।