নতুন বছরের শুরুতেই বড়সড় ভোগান্তিতে পড়তে চলেছেন দক্ষিণ পূর্ব রেলের যাত্রীরা। ৭-২১ জানুয়ারি- টানা দু'সপ্তাহ বাতিল থাকবে বহু লোকাল ট্রেন।
রেলসূত্রের খবর, ট্র্যাক মেরামতের কাজ, পাওয়ার ব্লক, সিগন্যাল, ওভারহেড বৈদ্যুতিকরণ ব্যবস্থা-সহ রেলের পরিকাঠামোগত বহু মেরামতির কাজ চলবে। তাই বাতিল করা হচ্ছে লোকাল ট্রেন।
সাতটি আপ পাঁশকুড়া লোকাল, একটি আপ মেচেদা লোকাল, দু’টি মেচেদা-হাওড়া লোকাল, চারটি পাঁশকুড়া-হাওড়া লোকাল বাতিল থাকবে।
এছাড়াও বাতিল থাকবে একটি মেচেদা-হাওড়া লোকাল, ৫টি পাঁশকুড়া-হাওড়া লোকাল, একটি উলুবেড়িয়া-হাওড়া লোকাল, একটি
মেদিনীপুর-হাওড়া লোকাল।
ঘাটশিলা-হাওড়া মেমু এক্সপ্রেস সাঁতরাগাছি অবধি চলবে। তিনটি হাওড়া-পাঁশকুড়া লোকাল এবং দু'টি হাওড়া-উলুবেড়িয়া লোকাল সাঁতরাগাছি থেকে ছাড়বে।