মদ কিনে বাড়ি ফেরার পথে বিপত্তি। মেট্রোয় ব্যাগ চেক হলে কী হবে! ধরা পড়ে যাওয়ার ভয়, অনেক কৌশল, পরিকল্পনা। অধিকাংশ তো ঝুঁকিই নেন না। এবার আর পুলিশের ভয় পাওয়ার দরকার নেই। মেট্রোতেও সিলড মদের বোতল নিয়ে বাড়ি ফিরতে পারবেন সুরাপ্রেমীরা। শুক্রবার এমনই টুইট করে জানিয়ে দিয়েছে দিল্লি মেট্রো। জানানো হয়েছে, একজন ব্যক্তি ২টি করে বোতল নিয়ে গেলে আপত্তি নেই মেট্রো কর্তৃপক্ষের।
আরও পড়ুন: কত কমে পেতে পারেন আইফোন ১৪, জানুন অ্যামাজন-ফ্লিপকার্টের ডিল
ঘোষণার পরই দিল্লি মেট্রোকে ট্যাগ করে প্রশ্ন করেন সুরাপ্রেমীরা। একজন প্রশ্ন করেন, মেট্রোর ব্লু-লাইনে কি মদের বোতল নেওয়া যাবে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়ে দেয়, হ্যাঁ নেওয়া যাবে। কলকাতা বা অন্য মেট্রো সিটিতে এখনও মেট্রোতে মদ নিয়ে যাওয়ার অনুমতি নেই। ব্যাগে ধরা পড়লে ফাইনও হতে পারে। এই প্রথম কোনও মেট্রো মদের বোতল নিয়ে মেট্রোর ওঠার অনুমতি দিয়েছে। তবে নির্দেশিকায় মোটা হরফে লিখে দেওয়া হয়েছে, বোতলের সংখ্যা সর্বাধিক ২টি।