ক্রমেই মলদ্বীপের বিকল্প হয়ে উঠেছে লক্ষদ্বীপ। সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ডিং লাক্ষাদ্বীপ। কী ভাবে যাবেন, কোথায় থাকবেন এসবই নিয়ে নানা ভিডিয়ো ঘুরে বেড়াচ্ছে ইন্সটা এবং ফেসবুকে। তবে, মলদ্বীপের বিকল্প লাক্ষাদ্বীপ হলেও সুরা প্রেমীদের জন্য একেবারেই পারফেক্ট জায়গা নয় এই দ্বীপ। কারণ লাক্ষাদ্বীপে ঘুরতে গেলে আপনি কিন্তু মদ্যপান করতে পারবেন না।
মদ্যপানে নিষেধাজ্ঞা রয়েছে লাক্ষাদ্বীপে। তবে সর্বত্র নয়। নির্দিষ্ট কিছু এলাকায় মদ বিক্রি এবং মদ্যপানের অনুমতি দিয়েছে প্রশাসন। যেমন লাক্ষাদ্বীপের রাজধানী কাভারাত্তি ও বাঙ্গারাম দ্বীপে মদ্যপান করা যায়।
আরও পড়ুন - আফগানিস্তানে ভূমিকম্প, কাঁপল দিল্লি ও উত্তর ভারত, কম্পনের মাত্রা ৬.১
তবে এই দুই দ্বীপে মধ্যপানের অনুমতি থাকলেও স্থানীয় বাসিন্দারা মদ্যপান করতে পারেন না। কেবলমাত্র পর্যটক ও সরকারি আধিকারিকদেরই মধ্যপানের অনুমতি রয়েছে।