বাংলায় (West Bengal) গত বিধানসভা ভোটে (Assembly Election) ঝড় তুলেছিল ‘খেলা হবে’ (Khela Hobe)। এবার গোয়ার ভোটেও তৃণমূলের হাতিয়ার নতুন গান (Song)।
১৪ ফেব্রুয়ারি হবে গোয়ায় বিধানসভার ভোট। তার আগে সামনে এল তৃণমূলের গান, ‘দোন ফুলঞ্চ কাল, গোয়েনচি নভি সকাল’। অর্থাৎ এবার ‘নতুন ভোর দেখবে গোয়া’। ভোটের দিন ঘোষণার আগেই অবশ্য পশ্চিমের এই রাজ্যে নিজেদের রাজনৈতিক ডাল-পালা মেলার কাজ শুরু করেছিল তৃণমূল। যার প্রাথমিক ধাপ হিসাবে একাধিকবার গোয়া গিয়ে জনসংযোগের কাজ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
নতুন ট্রেন্ড মেনে গোয়াতেও ভোটপ্রচারের জন্য গান বেঁধেছে তৃণমূল। নিজেদের টুইটার হ্যান্ডেল থেকে সেই গান পোস্টও করা হয়েছে। যার মূল কথা, গোয়া এবার নতুন ভোর দেখবে। গানের কথায়-কথায় গোয়াকে নতুন করে সাজানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বলা হয়েছে গোয়াবাসীর সমস্ত সমস্যার সমাধান করা হবে।
মঙ্গলবার তৃণমূল (TMC) এবং মহারাষ্ট্র গোমন্তক পার্টির (MGP) তরফে যৌথভাবে একটি কর্মসূচি রাখা হয়। ভোটের রাজ্যে দেওয়া হয় একাধিক প্রতিশ্রুতি। বলা হল, যুবশক্তি কার্ডের কথাও। অর্থাৎ সবেমাত্র কলেজ পাস করা যুবক-যুবতীদের জন্য নতুন চাকরির আশ্বাস দিয়েছে তৃণমূল এবং এমজিপি। এদিনও সেই সমস্ত প্রকল্পে কথা তুলে ধরা হয়েছে।