৯ জুন, সন্ধে ৬ টা। গোটা দেশ টেলিভিশনের মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান দেখতে ব্যস্ত। কিন্তু অনুষ্ঠান শেষ হতেই আলোচনায় এক চার পেয়ে জন্তু! রাষ্ট্রপতি ভবনের পোষা বেড়াল? নাকি চিতাবাঘ? শপথ গ্রহণের ভিডিয়ো ভাইরাল হতেই তুমুল শোরগোল! ব্যাপার কী? রাষ্ট্রপতি ভবনে কি চিতাবাঘ আছে?
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে বিজেপি সাংসদ দুর্গাদাস ইউকি প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণণের সময়ে খাতায় স্বাক্ষর করছেন, ঠিক তখনই তাঁর পিছনে সিঁড়ির উপর দিয়ে হেঁটে গেল এক চার পেয়ে জন্তু। খুব স্পষ্ট ভাবে বোঝা না গেলেও অনেকেরই ধারণা, বেড়াল এত বড় হওয়া সম্ভব নয়। দূরদর্শনের ফুটেজেও একই দৃশ্য ধরা পড়ায়, ভিডিয়োটি এডিটেড, এমনও বলা যাচ্ছে না, তবে কি রাষ্ট্রপতি ভবনে সত্যিই সে সময় হেঁটে বেড়াচ্ছিল চিতাবাঘ?
প্রসঙ্গত উল্লেখ্য, রাষ্ট্রপতি ভবনের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য বলছে, সেখানে ১৩৬ রকমের গাছের প্রজাতি এবং ৮৪ রকমের পশু রয়েছে।