দুর্ঘটনার কবলে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু । জম্মু-শ্রীনগর হাইওয়ে দিয়ে যাওয়ার সময় একটি ট্রাক তাঁর গাড়িতে ধাক্কা মারে । অল্পের জন্য রক্ষা পান কেন্দ্রীয় মন্ত্রী । ঘটনায় কেউ আহত হননি বলে খবর । দুর্ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ।
জানা গিয়েছে, রামবান জেলায় জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের উপর দিয়ে যাচ্ছিলেন রিজিজু । সেইসময় হঠাৎ তাঁর গাড়িতে সজোরে ধাক্কা দেয় একটি ট্রাক । দুর্ঘটনার সময় কনভয়েই ছিল গাড়ি। সঙ্গে সঙ্গে পিছনের গাড়ি থেকে জওয়ানরা নেমে আসেন । গাড়ি থেকে নামেন কেন্দ্রীয় মন্ত্রীও । তবে দুর্ঘটনায় কেউ আহত হননি । তবে কেন্দ্রীয় মন্ত্রীর গাড়িটি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
কেন্দ্রীয় সরকারি প্রকল্পের কাজে জম্মু ও কাশ্মীরে গিয়েছেন রিজিজু । সেখানে একাধিক কর্মসূচি সারছেন তিনি । টুইটে আবার জম্মু ও কাশ্মীরের প্রাকতিক সৌন্দর্যের মুগ্ধতা নিয়েও লিখেছিলেন । তারপরেই এই দুর্ঘটনা ।