উড়ানের ইতিহাসে এত বড় চুক্তি নাকি আগে হয়নি! এয়ারবাস সংস্থার থেকে ৫০০ টি বিমান কেনার চুক্তি করল ইন্ডিগো। এয়ারবাস কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁদের এ৩২০ বিমানের মডেলটি কিনবে ইন্ডিগো,মোট ৫,৫০০ কোটি মার্কিন ডলারের চুক্তি হয়েছে। কিছু দিন আগে এয়ারবাস সংস্থার সঙ্গে ৪৭০টি বিমান কেনার চুক্তি স্বাক্ষর করেছিল ইন্ডিগো। নতুন চুক্তি ছাপিয়ে গেল আগেরটিকেও।
ইন্ডিগো বিমান সংস্থা সূত্রের খবর, ২০৩০ সাল পর্যন্ত ধাপে ধাপে মোট ৪৭০টি বিমান ভারতে পাঠাবে এয়ারবাস। ২০৩০ থেকে ২০৩৫ সালের মধ্যে ধাপে ধাপে আসবে বাকি ৫০০টি বিমান। সব বিমান এসে গেলে মোট ১৩৩০টি বিমান থাকবে ইন্ডিগোর হাতে।