ভারী বৃষ্টির জেরে ধস নামল শিমলায়। যার জেরে বন্ধ হয়ে গেল রোহানার ৭০৭ নম্বর জাতীয় সড়ক। এমনকি বন্ধ হয়ে গিয়েছে হিমাচল প্রদেশের প্রায় ৮০টি রাস্তা।
ইতিমধ্যেই হিমাচলের ৩০ সেকেন্ডের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, পাহাড়ের একটা অংশ ভেঙে পড়ে বন্ধ হয়ে গিয়েছে রাস্তা। তবে, এখনও কোনও প্রাণহানীর খবর নেই। ইতিমধ্যেই রাস্তা পরিষ্কারের কাজ শুরু করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
গত এক সপ্তাহ ধরে ভারী বৃষ্টি চলছে হিমাচল প্রদেশে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ভারী বৃষ্টির কারণে ১৫৪টি ট্রান্সফরমার নষ্ট হয়েছে। ক্ষতি হয়েছে ২৬টি জলপ্রকল্পের।