অসুস্থ আরজেডি নেতা লালুপ্রসাদ যাদব । মঙ্গলবার হঠাৎই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় । রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস-এ ভর্তি ছিলেন তিনি । সেখান থেকে তাঁকে দিল্লির এইমস-এ পাঠানো হচ্ছে ।
রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (রিমস)-এর অধিকর্তা কামেশ্বর প্রসাদ জানিয়েছেন, লালুর হৃদযন্ত্রে ও কিডনিতে কিছু সমস্যা দেখা দিয়েছে । আরও ভাল চিকিৎসার জন্য তাঁকে দিল্লির এইমস-এ ভর্তি করানো হচ্ছে ।
ডোরান্ডা ট্রেজারি মামলায় ১৩৯ কোটি টাকা চুরির অভিযোগে ১৫ ফেব্রুয়ারি লালুকে পাঁচ বছরের জন্য কারাদণ্ড দিয়েছে ঝাড়খণ্ডের বিশেষ সিবিআই আদালত । ৬০ লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে । গত ১১ মার্চ জামিনের আবেদন করেছিলেন লালু । কিন্তু তাঁর আবেদন ১ এপ্রিল পর্যন্ত স্থগিত রেখেছে ঝাড়খণ্ড হাইকোর্ট ।