লোকসভায় রং-বোমার ঘটনায় উঠে এল বাংলার যোগ। দিল্লি পুলিশের একটি সূত্রকে উদ্ধৃত করে এমনটাই দাবি এক জাতীয় সংবাদ মাধ্যমের। ওই সূত্রের দাবি এই ঘটনায় যুক্ত ললিত নামের এক যুবক পশ্চিমবঙ্গে কর্মরত ছিলেন। বাংলার একটি স্বেচ্ছাসেবী সংস্থায় চাকরি করতেন তিনি। এই ললিতই এখন অধরা দিল্লি পুলিশের কাছে। বুধবারের ঘটনায় এখনও পর্যন্ত পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে দিল্লি পুলিশের দাবি, জেরায় ওই চারজন জন স্বীকার করেছেন, সংসদের এই ঘটনার পিছনে পুরো ছকটাই ছিল ললিত ঝা নামের ওই যুবকের। তাঁর নেতৃত্বেই দিল্লিতে এসেছিলেন তাঁরা। ছিলেন গুরুগ্রামে ভিকির বাড়িতে। ঘটনার এক সপ্তাহ আগেই দিল্লিতে এসে ওই চারজন আশ্রয় নিয়েছিল বলেই দাবি দিল্লি পুলিশের।
এই পরিস্থিতি ললিতের এক ঘনিষ্ঠের দাবি, সংসদের ভিতরে কী হচ্ছে সেই ভিডিও তাঁর কাছে পাঠিয়েছিলেন ললিত। দুপুর একটা থেকে দুটোর মধ্যে এসেছিল সেই ভিডিও। তবে দিল্লি পুলিশের দাবি, বুধবার নয় বৃহস্পতিবার ছিল মূল পরিকল্পনা। কেন একদিন এগিয়ে আনা হল তা নিয়ে ফের জেরা চলছে।