স্বাধীনতা দিবস (Indepence Day 2022) উপলক্ষে গান গেয়ে শহিদদের শ্রদ্ধা জানালেন বাংলার প্রাক্তন অধিনায়ক তথা নবনিযুক্ত কোচ লক্ষ্মীরতন শুক্ল (Laxmiratan Shukla) । গান গাইলেন 'রঙ দে বসন্তি চোলা'। স্বাধীনতার ৭৫ উদযাপন করলেন বীর বিপ্লবীদের শ্রদ্ধা জানিয়ে ।
স্বাধীনতা দিবসের উপলক্ষে নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করেন লক্ষ্মী । সেখানে বাংলার বর্তমান কোচকে তাঁর তিন সঙ্গীর সঙ্গে গান করতে দেখা যায় । ভিডিওর ক্যাপশনে লেখা, জাতীয় নায়কদের প্রতি শ্রদ্ধার্ঘ।
আরও পড়ুন, Independence Day 2022 : দেশজুড়ে স্বাধীনতার ৭৫ বছর উদযাপন
স্বাধীনতা ৭৫ বছর পূর্তি । সেই উপলক্ষে দু'দিন আগের থেকেই নিজের মতো করে স্বাধীনতা দিবস উদযাপনের উদ্যোগ নিয়েছে দেশবাসী । বাদ যাননি তারকারাও । দেশের বিখ্যাত ক্রীড়বিদ, রাজনীতিবিদ থেকে অভিনেতা, অভিনেত্রী... সকলেই স্বাধীনতা দিবস পালনের উদ্যোগ নিয়েছেন । 'হর ঘর তেরঙ্গা'-র মধ্যে দিয়ে কেউ ঘরে ঘরে পতাকা লাগিয়েছেন, বদলে ফেলেছেন সোশ্যাল মিডিয়ার ডিপিও । সম্প্রতি, বাড়ির ছাদে জাতীয় পতাকা উত্তোলন করে দেশবাসীর জন্য মন ছুঁয়ে যাওয়া বার্তা দিয়েছেন সচিন তেন্ডুলকার ।