অক্টোবর মাসের ২ তারিখ। গান্ধী জয়ন্তীর আলোয় যেন কিছুটা ম্লান হয়ে যান আরও একজন প্রাতঃস্মরণীয় মানুষ। তিনি লাল বাহাদুর শাস্ত্রী। ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী। 'জয় জওয়ান, জয় কিষাণ' ধ্বনির স্রষ্টা। ২ অক্টোবর তাঁরও জন্মদিবস।
১৯০৪ সালে মুঘলসরাইতে জন্ম লালবাহাদুর শাস্ত্রীর। খুব কম বয়সেই তাঁকে গভীরভাবে প্রভাবিত করেছিল মহাত্মা গান্ধীর আদর্শ। যোগ দিয়েছেন অসহযোগ আন্দোলনে। ধীরে ধীরে জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় স্তরের বিশিষ্ট নেতা হয়ে ওঠেন লালবাহাদুর। তিনি ছিলেন পণ্ডিড জওহরলাল নেহরুর ঘনিষ্ঠ। স্বাধীনতার পর নেহরুর ক্যাবিনেটে প্রথম রেলমন্ত্রী এবং পরে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
Gandhi Jayanti And Khadi: মহাত্মা গান্ধী এবং খাদি : ফ্যাশন যেখানে জাতীয়তাবাদের মন্ত্র
১৯৬৪ সালে নেহরুর মৃত্যুর পর ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন লালবাহাদুর শাস্ত্রী। ১৯৬৬ সালের ১০ জানুয়ারি লালবাহাদুর শাস্ত্রীর উপস্থিতিতে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের তাসখন্দে ঘোষণাপত্র স্বাক্ষরের মাধ্যমে ভারত-পাকিস্তান যুদ্ধাবসান হয়। পরদিন, ১১ জানুয়ারি সব মহলকে হতচকিত করে তাসখন্দেই অকস্মাৎ তাঁর মৃত্যু হয়।