তৃণমূলে (TMC) নতুন সংবিধান তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ডেপুটি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Avishek Banerjee) নিয়োগ করার জল্পনা ওড়ালেন কুণাল ঘোষ। তাঁর দাবি, এমন কোনও সংবিধান সংশোধনের সম্ভাবনা নেই। কিছু সংবাদমাধ্যমে যে খবর প্রকাশিত হচ্ছে, তা ভিত্তিহীন।
সংবিধান সংশোধন করে তৃণমূলে (TMC) ‘জাতীয় কার্যনির্বাহী সভাপতি’ পদ তৈরি হবে বলে খবর প্রকাশিত হয়েছিল দ্য প্রিন্টে। সেই খবর খারিজ করলেন দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
ইংরেজি ওয়েবসাইট ‘দ্য প্রিন্ট’-এ প্রকাশিত ওই খবর প্রসঙ্গে তিনি টুইটারে লিখেছেন, ‘তৃণমূলে কোনও কার্যনির্বাহী সভাপতির পদ তৈরি হচ্ছে না। কোনও কোনও সংবাদমাধ্যমে এ সংক্রান্ত যে খবর প্রকাশিত হচ্ছে, তা ভিত্তিহীন। এর আগে দলের তরফে সুখেন্দুশেখর রায় টুইট করে এ কথা বলেছেন। আজ (শনিবার) আবারও বলা হল। দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ সম্পাদক (সর্বভারতীয়) অভিষেক।’
আরও পড়ুন: Indian Army: সেনা দিবসে ভারতীয় সেনাবাহিনীকে কুর্নিশ মমতা, অভিষেকের