ভারতে এসে হেনস্থার শিকার হয়েছিলেন জনপ্রিয় কোরিয়ান তরুণী ইউটিউবার (Korean Youtuber) । মুম্বইয়ের রাস্তায় তাঁকে জোর করে চুমু খাওয়ার চেষ্টা করেছিল এক যুবক । যা নিয়ে তীব্র নিন্দার ঝড় ওঠে । কিন্তু ঘটনার কিন্তু এখানেই শেষ নয় । এর আরেকটা দিকও আছে, যেখানে আছে শুধু সম্মান, পজিটিভিটি আর 'ইন্ডিয়ান হিরোজ' (Indian Heros) । যাঁরা ওই কোরিয়ান ইউটিউবারের পাশে দাঁড়িয়েছিলেন । সেই 'ইন্ডিয়ান হিরোজ'-কেই সম্মান জানালেন তরুণী ইউটিউবার (Korean Youtuber) ।
'ইন্ডিয়ান হিরোজ' হলেন আদিত্য এবং অথর্ব । ঠিক কী ঘটেছিল সেদিন ? আসলে ওই ইউটিবার যখন হেনস্থার শিকার হন, তখন তিনি সোশ্যাল মিডিয়ায় লাইভ করছিলেন । ওই লাইভ স্ট্রিমিং দেখে তাঁকে রক্ষা করতে সেই সময়ই ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন আদিত্য ও অথর্ব । তরুণীকে সেদিন রক্ষা করেন তাঁরা । তাই তাঁদের ধন্যবাদ দিতে মধ্যাহ্নভোজের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন ওই ইউটিউবার । রেস্তরাঁয় একসঙ্গে বসে খাওয়া-দাওয়ার ছবি ও ভিডিও পোস্ট করেছেন তিনি । আদিত্য এবং অথর্ব তাঁর কাছে 'ইন্ডিয়ান হিরো' ।
উল্লেখ্য, মুম্বইয়ের রাস্তায় দাঁড়িয়ে লাইভ করছিলেন দক্ষিণ কোরিয়ার তরুণী ইউটিউবার। লাইভ চলাকালীনই এক যুবক তাঁর হাত ধরে টানে। এমনকী তাঁর গালে জোর করে চুমু খাওয়ারও চেষ্টা করে । পরে ওই ইউটিউবারকে হেনস্তার অভিযোগে দুই যুবককে পরে গ্রেফতার করে পুলিশ ।