বিশ্বের উদীয়মান টেক হাবের তালিকায় রয়েছে কলকাতা। এমনই একটি সমীক্ষা রিপোর্ট প্রকাশ করল নেদারল্যান্ডের সংস্থা বিসিআই গ্লোবাল। গোটা বিশ্বে আউট অফ দ্যা বক্স টেক কম্পানির গন্তব্য হিসেবে দুনিয়ার ২৪টি শহরকে বেছে নিয়েছে ওই সংস্থা। তাদের তালিকায় রয়েছে ভারতের তিরুবনন্তপূরম এবং কলকাতা।
ওই সমীক্ষার সম্পূর্ণ দায়িত্ব সামলেছে বিসিআই গ্লোবালের সহযোগী সংস্থা জোসেফিয়েন গ্লডেমানস্। তারা বিশ্বের একাধিক দেশ ঘুরে ঘুরে তথ্য সংগ্রহের কাজ করেছে। ইউরোপ, মিডিলইস্ট এবং এশিয়া প্যাশিফিকের মোট আটটি করে দেশকে বেছে নিয়ে ওই সমীক্ষা চালানো হয়েছে।
বিসিআই গ্লোবালের যুক্তি, কলকাতায় দক্ষ কর্মী এবং ইংরেজিতে কথা বলা মানুষের সংখ্যা অনেক বেশি। পাশাপাশি কলকাতায় থাকার খরচ অন্য শহরের তুলনায় অনেক কম। সেকারণে সেখানে ব্যবসা করা অনেক সহজ। একাধিক মাল্টিন্যাশনাল সংস্থা ইতিমধ্যে কলকাতায় নিজেদের অফিসও খুলেছে।