অয্যোধ্যার রামমন্দিরে 'প্রাণ প্রতিষ্ঠা' হয়েছে। সেই আঁচ এসে পড়েছে কলকাতা বইমেলাতেও। আর এই গোটা বিষয়ের উদ্যোক্তা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ।
সোমবার ছোট্ট ছোট্ট বাচ্চাদের রামচন্দ্রের সাজে সাজিয়ে বইমেলায় আসেন রুদ্রনীল। উদ্দেশ্য, শিশুদের হাত দিয়ে বইমেলায় আগতদের হাতে উপহার হিসেবে পদ্মফুল তুলে দেওয়া। আর সেখানেই শুরু হয় বিশৃঙ্খলা।
আরও পড়ুন - উপলক্ষ রামমন্দির উদ্বোধন, গেরুয়া আলোয় সেজেছে বেলুড় মঠ
বইমেলা প্রাঙ্গণের ভিতরে পদ্মফুল বিতরণে আপত্তি জানায় বিধাননগর পুলিশ। বাধা দেওয়া হয় এই কর্মসূচিতে। তা নিয়েই তৈরি হয় চরম বিশৃঙ্খলা। কার্যত বচসা শুরু হয়ে যায়। যদিও বিজেপির তরফে বলা হয়, এটা কোনও রাজনৈতিক কর্মসূচি নয়।