৬ নভেম্বর তারিখটি ইতিহাসে নানা কারণের জন্য বিখ্যাত। তার প্রথমটির কারণ একটি তাৎপর্যপূর্ণ গণ-আন্দোলন। ১৯১৩ সালে মহাত্মা গান্ধী গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকায়। তৎকালীন দক্ষিণ আফ্রিকায় শুধুমাত্র খ্রিস্টানমতে বিবাহপ্রথাই আইনানুগ ছিল। অন্যান্য ধর্মমতে বিয়ে- ছিল অবৈধ। সেই বিয়ের পরে তারপর সন্তান হলে তাকেও 'অবৈধ' বলে ঘোষণা করা হত। এই আইনের বিরুদ্ধেই ১৯১৩ সালের ৬ নভেম্বর মহাত্মা গান্ধীর নেতৃত্বে ওই দেশের রাজপথে সংগঠিত হয়েছিল 'দ্য গ্রেট মার্চ'। প্রায় ২ হাজার মানুষ হেঁটেছিলেন সেই মিছিলে। গ্রেফতার করা হয় মহাত্মা গান্ধীকে। তবে ওই কালা আইন রদ করার ক্ষেত্রে এই আন্দোলন ছিল সবথেকে প্রথম ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
১৮৬০ সালের ৬ নভেম্বর আমেরিকার ১৬-তম রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেছিলেন আব্রাহাম লিঙ্কন।
ভারতীয় ক্রীড়াজগতের ক্ষেত্রেও তারিখটি অতি গুরুত্বপূর্ণ। ২০১৩ সালের ৬ নভেম্বর সচিন তেন্ডুলকরকে 'ভারতরত্ন' হিসেবে ঘোষণা করা হয়েছিল।