দিল্লির জামা মসজিদে প্রবেশ করতে পারবেন না একা মহিলারা, এমনই নিয়ম বেঁধে দিয়েছে মসজিদ কর্তৃপক্ষ। আর এই খবর প্রকাশ্যে আসতেই শুরু হয় প্রতিবাদ বিক্ষোভ। ‘নারীবিদ্বেষী’ সিদ্ধান্তের বিরুদ্ধে ফুঁসে উঠেছিলেন দিল্লির মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল। মসজিদ কর্তৃপক্ষকে চিঠিও পাঠান তিনি।
টুইটারে তিনি লেখেন, ‘জামা মসজিদে মহিলাদের প্রবেশ বন্ধ করার সিদ্ধান্ত একেবারেই ভুল। এক জন পুরুষের যেমন উপাসনার অধিকার আছে, তেমনই এক জন নারীরও আছে। ‘
এবার ‘একা’ মহিলা প্রবেশ নিষিদ্ধ হওয়ার প্রসঙ্গে এবার মসজিদের তরফ থেকে সাবিউল্লাহ খান জানান, মহিলাদের মসজিদে প্রবেশ নিষিদ্ধ করা হয়নি। নিষেধাজ্ঞা রয়েছে ‘একা’ প্রবেশের ক্ষেত্রে। অভিযোগ, মেয়েরা একা এসে ছেলেদের সঙ্গে দেখা করে, ভিডিয়ো বানায়। যা মসজিদের পরিবেশ নষ্ট করছে।