ভোটের বাজারে কত কিছুই তো হয়! এই যেমন মহুয়া মৈত্রর একটি ভাইরাল ভিডিও ঘুরছে নেটদুনিয়ায়। সেই ভিডিও শেয়ার করে নেটিজেনদের একাংশ দাবি করছেন, মহুয়া নাকি বলেছেন, তাঁর এনার্জির উৎস হল সেক্স (যৌনতা)!
আদৌ কি এমন বলেছেন মহুয়া? তমাল সাহা নামে যে সাংবাদিক মহুয়ার ওই সাক্ষাৎকার নিয়েছিলেন, তিনি স্পষ্ট করে দিয়েছেন, মহুয়া মেটেই এমন কিছু বলেননি।
এক্স হ্যান্ডেলে তমাল লিখেছেন, মহুয়ার কাছে তিনি যখন তাঁর এনার্জির উৎস জানতে চান, মহুয়া উত্তর দেন, 'এগস' (ডিম)। তিনি মেটেই 'সেক্স' বলেননি।
ওই সাক্ষাৎকারের এই দীর্ঘ সংস্করণ শেয়ার করেছেন তমাল। তিনি জানিয়েছেন, ইচ্ছাকৃতভাবে মূল অডিও বিকৃত করা হয়েছে।