রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধনের দিন ৭৫ টাকার স্মারক মুদ্রা প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিনটিকে স্মরণীয় করে রাখতেই এই মুদ্রার প্রকাশ। যদিও, এই ৭৫ টাকার মুদ্রা এখনই বাজারে চলবে না। লেনদেনও করা যাবে না। তবে, ব্যক্তিগত সংগ্রহে রাখা যেতে পারে। তবে সে ক্ষেত্রে টাকা দিয়ে সরকারের কাছ থেকে কিনতে হবে মুদ্রা। মুদ্রাটির ওজন ৩৫ গ্রাম। চারটি ধাতু দিয়ে তৈরি এই কয়েন, এর মধ্যে রয়েছে ৫০ শতাংশ রুপো, ৪০ শতাংশ তামা, ৫ শতাংশ নিকেল ও ৫ শতাংশ জিঙ্ক।
কেউ যদি ৭৫ টাকার কয়েন সংগ্রহ করতে চান, তবে আপনাকে সরাসরি মিন্টে অর্ডার দিতে হবে। এছাড়া, অনলাইনেও দেওয়া যাবে অর্ডার। ৭৫ টাকার মুদ্রা কেনার জন্য ভারত সরকারের মিন্ট ওয়েবসাইটে (www.indiagovtmint.in) যেতে হবে। সেখানেই মুদ্রাটি বুক করা যাবে। সাধারণত এই ধরনের কয়েন কেনার জন্য ৩ থেকে ৬ মাস আগে থেকেই অর্ডার দিতে হয়। এছাড়া আগ্রহী ব্যক্তি সরাসরি মিন্টে গিয়েও এই কয়েন সংগ্রহ করতে পারেন।