আত্মসমর্পণ করলেন কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন (KLO)-এর প্রধান জীবন সিং(KLO Chief Jeevan Singh surrendered)। কেন্দ্রের তরফে খবর, ছ’জন অনুগামী সহ নাগাল্যান্ডের মায়ানমার সীমান্ত ঘেঁষা নয়াবস্তি থেকে আত্মসমর্পণ করেন কেএলও প্রধান। তাঁর এই আত্মসমর্পণে বড় ভূমিকা রয়েছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার(Assam CM Himant Vishwasharma)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, আত্মসমর্পণকারী জীবন সিং সহ অন্যান্য নেতাদের সঙ্গে খুব দ্রুত শান্তি আলোচনায় বসতে ইচ্ছুক কেন্দ্র।
গোয়েন্দা সূত্রে খবর, ভারতে ফিরতে চেয়ে বেশ কিছুদিন ধরেই মায়ানমারের শিবির ভাঙার কাজ চালাচ্ছিলেন জীবন সিং(KLO Chief Jeevan Singh)। সেই খবর পেতেই নাগাল্যাণ্ডের(Nagaland) মন জেলায় যায় অসম রাইফেলসের দুটি দল। ভারত-মায়ানমার সীমান্ত(India-Mayanmar Border) সমঝোতা অনুযায়ী, দুই দেশের নো ম্যানস ল্যাণ্ডে আত্মসমর্পণ করানো হয় জীবনকে।
আরও পড়ুন- Mamata Banerjee: ‘রানিগঞ্জও হতে পারে জোশীমঠ', এই কোলিয়ারি এলাকার নিরাপত্তা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার