বুধবার রাতে দিল্লিতে অবস্থানরত কুস্তিগীরদের সঙ্গে পুলিশের বর্বরোচিত আচরণের ঘটনায় হতবাক ভিনেশ ফোগাট। তাঁর কথায়, তাঁরা কোনও অপরাধী নন, তা সত্ত্বেও যেভাবে পুলিশ কুস্তিগীরদের সঙ্গে ব্যবহার করেছে, তাতে তাঁরা স্তম্ভিত এবং মর্মাহত। তাঁরা এইধরনের সসম্মানের যওগ্য নন বলেও জানান ভিনেশ। উল্লেখ, যৌন হেনস্থার অভিযোগে রেসলিং ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের গ্রেফতারি চেয়ে ২৩ এপ্রিল থেকে অবস্থানে বসেছেন কুস্তিগীররা।
জানা গিয়েছে, রাত ১১টা নাগাদ দিল্লির যন্তরমন্তরে প্রতিবাদী কুস্তিগীরদের সঙ্গে পুলিশের বচসা শুরু হয়। অভিযোগ, তাঁদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ শুরু করেন পুলিশকর্মীরা। কুস্তিগীরদের সঙ্গে খারাপ ব্যবহারের পাশাপাশি, মহিলা কুস্তিগীরদেরও হেনস্থা করা হয় বলে অভিযোগ।
আরও পড়ুন- Ajay Banga: প্রথম ভারতীয় বংশোদ্ভূত বিশ্ব ব্যাঙ্ক প্রেসিডেন্ট হচ্ছেন অজয় বঙ্গা