স্বঘোষিত খালিস্তানি নেতা ও 'ওয়ারিশ পঞ্জাব দে' সংগঠনের প্রধান অমৃতপাল সিং ভিডিয়ো বার্তা দিলেন। সূত্রের খবর, এই ভিডিয়ো বার্তা দেওয়ার পর ফের আত্মগোপনের চেষ্টা করতে পারেন অমৃতপাল সিং।
বুধবার প্রথম ভিডিয়ো বার্তা দিয়ে অমৃতপাল জানিয়েছেন, তিনি কেন পালিয়ে বেড়াচ্ছেন। তাঁর গ্রেফতারি নিয়েও বার্তা দিয়েছেন ওয়ারিশ পঞ্জাব দে-র প্রধান। গত ১৮ মার্চ, পালিয়ে যান অমৃতপাল সিং। এরপরই তাঁকে খোঁজার জন্য জোরদার তল্লাশি শুরু করে পঞ্জাব পুলিশ।
অমৃতপাল সিং এদিন ভিডিয়ো বার্তায় বলেন, "গোটা বিশ্বের সম্প্রদায়ের কাছে আমার অনুরোধ, সারবাত খালসা বা বৈশাখীর দিন শিখদের ইস্যু নিয়ে আলোচনা করব। পঞ্জাবে শিখরা দীর্ঘদিন ধরে সমস্যার মধ্যে আছেন। ধরপাকড় চলছে, অবিচার হচ্ছে। সরকার জেলে পাঠাতে চাইছে। আমরা যে পথ বেছে নিয়েছি, সেটা আমরা জানি। আওয়াজ তোলাই আমাদের লক্ষ্য। পঞ্জাবের যুব সম্প্রদায়কে বাঁচাতে চাইলে এই সারবাত খালসায় যোগ দিন আর আমাদের এই ইস্যু নিয়ে আওয়াজ তুলুন। গ্রেফতারির ব্যাপারে বলতে চাই, সেটা ঈশ্বরের উপর। আমি এতদিন ধরা পড়িনি, তা ঈশ্বরের আশীর্বাদ।"