পঞ্জাবের মোগায় আটক করা হল খালিস্তানী সংগঠনের নেতা অমৃতপাল সিংকে। সরকারি সূত্রকে উদ্ধৃত করে এই দাবি সংবাদসংস্থার। রবিবার ভোরে জানা গিয়েছে, পুলিশের কাছে প্রথমে আত্মসমর্পণ করে অমৃতপাল। তারপর তাকে আটক করা হয়েছে। মাত্র দুদিন আগেই অমৃতপালের স্ত্রীকে আটক করেছিল পুলিশ। গত ১৮ মার্চ থেকে ফেরার ছিল অমৃতপাল।
অমৃতপালের আটকের খবর টুইট করে স্বীকার করেছে পঞ্জাব পুলিশ। পুলিশ দাবি করেছে, মোগা থেকেই আটক করা হয়েছে এই খালিস্তানী নেতাকে। ইতিমধ্যেই অমৃতপালকে অসমের ডিব্রুগড়ে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তার বাকি সতীর্থদের রাখা হয়েছে।
গত মার্চ মাস থেকে ওয়ারিশ দে পঞ্জাব নামের এই সংগঠনকে ছত্রভঙ্গ করতে রাজ্যজুড়ে অপারেশন শুরু করে পঞ্জাব পুলিশ। সেইসময় একবার খবর রটে যায় গ্রেফতার অমৃতপাল সিং। কিন্তু সেই খবর ছিল ভুয়ো।