অযোধ্যার রামমন্দির এখন দেশের মধ্যে পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু । রামমন্দিরের উদ্বোধনের পর থেকেই প্রায় প্রতিদিনই বহু ভক্ত ও দর্শনার্থীদের সমাগম হচ্ছে । লাভবান হচ্ছেন হোটেল ব্যবসায়ী থেকে খাবার দোকানের মালিকরা । মন্দিরের আশেপাশেই চালু হচ্ছে বিভিন্ন রেস্তরাঁ, ফুড চেইন । সম্প্রতি, সেই তালিকায় যুক্ত হতে চলেছে কেএফসিও । তবে, একটাই শর্ত, ফ্রায়েড চিকেনের বদলে নিরামিষ খাবার বিক্রি করতে হবে সংস্থাকে ।
কেএফসি অযোধ্যা-লখনউ সড়কপথে ইতিমধ্যেই একটি শাখা খুলেছে।অযোধ্যার উচ্চপদস্থ এক সরকারি অফিসার জানিয়েছেন, কেএফসিকে রামমন্দিরের কাছে জায়গা দিতে রাজি, যদি তারা নিরামিষ খাবার পরিবেশনের প্রতিশ্রুতি দেয় ।তিনি আরও জানিয়েছেন, বিভিন্ন আন্তর্জাতিক মানের খাবার প্রস্তুতকারী সংস্থা রামমন্দিরের এলাকায় তাঁদের শাখা খোলার প্রস্তাব নিয়ে আসছে। তাতে কোনও আপত্তি নেই। তবে দোকানে আমিষ খাবার বিক্রি করা চলবে না।
উল্লেখ্য, রাম মন্দিরের আশপাশে ‘পঞ্চকোশি’ অর্থাৎ ১৫ কিলোমিটারের মধ্যে মদ বা মাংস বিক্রির অনুমতি দেয়নি কর্তৃপক্ষ । ইতিমধ্যেই মন্দিরের এক কিলোমিটারের মধ্যে ডমিনোজ় পিৎজা । তবে, সেখানে নেই কোনও মাংস, পেঁয়াজ, রসুনের উপস্থিতি । শুধু নিরামিষ পিৎজা বিক্রি হচ্ছে । আর তাই দারুণ উপভোগ করছেন পর্যটকরা ।