শ্রেণিকক্ষে হিজাব পরা নিয়ে তুমুল বিতর্কের মধ্যেই কেরালার রাজ্যপাল আরিফ মহম্মদ খান(Kerala Governor Arif Mohammed Khan) জানান, ইসলামের অবিচ্ছেদ্য অংশ নয় হিজাব(Hijab)। এর পাশাপাশি কোরানের(Quran) একটি অংশ উদ্ধৃত করে তিনি শিখদের পাগড়ি(Turban) এবং মুসলিম মহিলাদের হিজাবের(Hijab) মধ্যে 'অযাচিত' তুলনার সমালোচনা করেন।
কেরালার রাজ্যপাল(Kerala Governor Arif Mohammed Khan) স্পষ্টতই জানান, 'হিজাব ইসলামের অবিচ্ছেদ্য অংশ নয়। কোরানে(Quran) সাতবার হিজাবের(Hijab) কথা উল্লেখ করা হলেও মহিলাদের পোশাকের সঙ্গে তা সম্পর্কিত নয়। এটি 'পুরদা'-এর(Purdah) সঙ্গে সম্পর্কিত একটি বিষয়, যার অর্থ- আপনি যখন কারুর সঙ্গে কথা বলবেন, তখন আপনাদের মাঝে পুরদা(Purdah) থাকা উচিত।'
আরও পড়ুন- Gurugram Viral Video: গুরুগ্রামে হুইলচেয়ারে রেস্তোরাঁয় প্রবেশে বাধা তরুণীকে, তারপর কী ঘটল?
শিখদের পাগড়ির(Turban) সঙ্গে হিজাবের তুলনাকে 'অযৌক্তিক' বলে দাবি করে আরিফ মহম্মদ খান(Kerala Governor Arif Mohammed Khan) জানান, 'শিখ ধর্মের একটি প্রয়োজনীয় অনুশীলন হল পাগড়ি পরা। কিন্তু ইসলামের(Islam) অপরিহার্য অঙ্গ নয় হিজাব।'
রিপোর্ট প্রকাশ, এই ধরনের ঘটনাকে কেরালার রাজ্যপাল(Kerala Governor Arif Mohammed Khan) মুসলিম(Muslim) মহিলাদের অগ্রগতি রোখার ষড়যন্ত্র হিসেবে গণ্য করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য, কর্নাটকের(Karnataka) উদুপির সরকারি মহিলা কলেজ থেকে এই ধরনের সমস্যার সূত্রপাত। ধীরে ধীরে তা গোটা দেশে(India) ছড়িয়ে পড়তে শুরু করে।