মোবাইল ব্যবহার নিষিদ্ধ হল কেদারনাথ মন্দিরে। মন্দিরে ছবি তোলা যাবে না। বানানো যাবে না ভিডিয়ো। ইতিমধ্যেই উত্তরাখণ্ড পুলিশ এই বিষয়ে সতর্কবার্তা জারি করে জানিয়েছে, কেদারনাথ মন্দির চত্বরে কেউ যদি ভিডিও বা রিলস বানান তাহলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্প্রতি উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরের সামনে এক মহিলা ভ্লগার তাঁর প্রেমিককে প্রেম প্রস্তাব দেন। মুহূর্তেই ভাইরাল হয় সেই ভিডিয়ো। যা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়। তার পরেই এই ব্যপারে কড়া পদক্ষেপ মন্দির কর্তৃপক্ষের। এমনকি সিসিটিভি লাগানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
আরও পড়ুন - বিমানবন্দরে এক প্লেট ম্যাগি খেতে গিয়ে খসল প্রায় ২০০টাকা ! ভাইরাল সেই 'এক্সপেনসিভ' বিল
ইতিমধ্যে মন্দির চত্বরে একাধিক বোর্ড টাঙিয়ে দিয়েছে শ্রী বদ্রিনাথ-কেদারনাথ মন্দির কমিটি। বোর্ডে হিন্দি, ইংরেজি এবং বাংলা হরফে লিখে জানিয়ে দেওয়া হয়েছে, 'মন্দির চত্বরে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না। তোলা যাবে না কোনও ধরনের ছবি বা ভিডিয়ো।'