জম্মু-কাশ্মীরের ডিজি (কারা) হেমন্ত লোহিয়ার গলাকাটা দেহ উদ্ধারে সোমবার রাতে চাঞ্চল্য ছড়ায় উদয়ওয়ালা এলাকায়। যদিও এই ঘটনায় রাতভর তল্লাশি চালিয়ে ধরা হয় তাঁর পরিচারক ইয়াসির আহমেদকে। ঘটনায় মূল অভিযুক্ত এই ইয়াসির। ঘটনার পর থেকেই ফেরার ছিল অভিযুক্ত। খুনের মোটিভ জানতে দফায় দফায় তাঁকে জেরা করছেন আধিকারিকরা।
প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, প্রথমে শ্বাসরোধ করে খুন করা হয় পুলিশ আধিকারিককে। এরপর কাঁচের বোতলের ভাঙা টুকরো দিয়ে তাঁর গলা কাটে ইয়াসির। এমনকি প্রমাণ লোপাটের জন্য দেহ পোড়ানোর চেষ্টা হয় বলেও অভিযোগ।
আরও পড়ুন- Human sacrifice in Delhi: বড়লোক হওয়ার ভয়ঙ্কর 'আশা', দিল্লিতে ৬ বছরের শিশুকে বলি দিল দুই নির্মাণকর্মী
অন্যদিকে, মঙ্গলবার বৈষ্ণোদেবী মন্দিরে পুজো দিতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর নিরাপত্তায় তড়িঘড়ি জম্মুর রাজৌরি জেলায় মোবাইল ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। উল্লেখ্য, ২০১৯ সালে ৩৭০ ধারা বাতিলের পর পার্বত্য এলাকায় দফায় দফায় বন্ধ হয়েছে ইন্টারনেট। এমনকি, এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্টও। তা সত্ত্বেও ফের একবার ইন্টারনেট বন্ধ হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী।