একমাস আগে হিজাব বিতর্কে (Hijab Row) তোলপাড় হয়েছে কর্নাটক। মঙ্গলবার কর্নাটক হাইকোর্টে (Karnataka High Court) হিজাব মামলায় রায়ঘোষণা (Verdict)। তার আগেই থমথমে রাজ্যের অনেক এলাকা। অশান্তি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে রাজধানী বেঙ্গালুরুতে (Bengaluru) জমায়েত ও বিক্ষোভে ২১ মার্চ পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উদুপি (Udupi) ও শিবামোগ্গা (Sivamogga) জেলাতেও সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ জারি করেছে প্রশাসন। ২১ মার্চ পর্যন্ত জারি করা হয়েছে ১৪৪ ধারা (144 Imposed)।
কর্নাটক হাইকোর্টের বেঞ্চে গত ২ সপ্তাহ ধরে হিজাব মামলার শুনানি চলেছে। হাইকোর্ট এর আগে অন্তর্বর্তীকালীন নির্দেশ দেয়, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এমন কোনও পোশাক পরে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া যাবে না, যা বিভেদ সৃষ্টি করে।
উদুপি জেলার এসপি বিএম লক্ষ্মী প্রসাদ জানিয়েছেন যে, ২১ মার্চ অবধি জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। তিনি বলেছেন, "৮ কোম্পানি কেএসআরপি, ৬ কোম্পানি জেলা সশস্ত্র বাহিনী এবং এক কোম্পানি ব়্যাফ মোতায়েন করা হয়েছে।"
আরও পড়ুন: কবাডি মাঠে গুলি করে খুন, পাঞ্জাবের জলন্ধরে দুষ্কৃতী হামলায় মৃত্যু সন্দীপ নাঙ্গলের
প্রসঙ্গত, উদুপি জেলা থেকেই প্রথম হিজাব বিতর্কের সূত্রপাত। একটি শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরে শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে ঢুকতে বাধা দেওয়া হয়। তারপর অন্য প্রতিষ্ঠানগুলিও একই পথে হাঁটে। বিতর্কের আঁচ বাড়তে থাকে দেশজুড়ে। কিছুদিনের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করারও নির্দেশ দিয়েছিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই।