গণনার শুরুতেই প্রাথমিক পূর্বাভাস পাওয়া যাচ্ছে কর্নাটক থেকে। বুথ ফেরত সমীক্ষায় এই বিধানসভাকে ত্রিশঙ্কু বলেই দাবি করা হয়েছে। কিন্তু প্রাথমিক গণনায় দেখা যাচ্ছে বেশ কয়েকটি আসনে এখন থেকে এগিয়ে রয়েছে বিজেপি। জোর লড়াই করছে কংগ্রেস এবং জেডিএস। প্রাথমিক গণনায় রাজ্যে বিজেপি এগিয়ে কমবেশি ২৫ আসনে। প্রায় কাছাকাছি রয়েছে কংগ্রেস এবং জেডিএস।
বুথফেরত সমীক্ষা অনুযায়ী, কর্নাটক বিধানসভা নির্বাচনে শাসক দল বিজেপির সঙ্গে জোর টক্কর দিচ্ছে কংগ্রেস। প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়ার দল জেডিএস নির্ধারক হতে পারে। তার ফলে অধিকাংশ আসন ত্রিশঙ্কু হওয়ার সম্ভাবনা।
বুথফেরত সমীক্ষায় দাবি করা হয়েছে, অনেকগুলি কেন্দ্রে এগিয়ে থাকতে পারে কংগ্রেস। যা শাসক দল বিজেপির চিন্তা বাড়িয়েছে। তবে কর্নাটক বিধানসভায় প্রতিবারই হাড্ডাহাড্ডি লড়াই হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। শনিবার জানা যাবে, কে সরকার গড়বে কর্নাটকে।