হিন্দু বিবাহ আইনে 'কন্যাদান' জরুরি নয়, এক মামলার প্রেক্ষিতে এমনই জানাল এলাহাবাদ হাই কোর্ট। তবে আদালত একইসঙ্গে জানিয়েছে, হিন্দু বিয়েতে 'সপ্তপদী' বা 'সাত পাকে বাঁধা' অত্যাবশ্যক।
সম্প্রতি আশুতোষ যাদব নামে এক ব্যক্তি তাঁর শ্বশুরবাড়ির বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন৷ তাঁর দাবি, শ্বশুরবাড়ির লোকজন তাঁকে ফাঁসানোর চেষ্টা করছেন। তাঁর বিয়ে আইনত বৈধ নয়, কারণ হিন্দু বিবাহ আউন অনুসারে বিয়ের স্বীকৃতির জন্য 'কন্যাদান' রীতি প্রচলিত। তাঁর বিয়েতে তা হয়নি।
আশুতোষ প্রথম নিম্ন আদালতের দ্বারস্থ হন। সেখানে তাঁর আবেদন খারিজ হয়ে যায়। তখন তিনি হাই কোর্টের দ্বারস্থ হন।
হাই কোর্টের বিচারপতি সুভাষ বিদ্যার্থী তাঁর পর্যবেক্ষণে বলেন, "হিন্দু বিবাহ আইনে বিয়ের অত্যাবশ্যক রীতি হিসাবে সাত পাকে বাঁধা বা সপ্তপদীর উল্লেখ রয়েছে। কিন্তু বিয়ের সময় কন্যাদান হয়েছে কি না তা বিচার্য নয়। তিনি আশুতোষের আবেদন খারিজ করে দেন।