কঙ্গনা রানাউতকে চড় মারার অভিযোগ CISF জওয়ানের বিরুদ্ধে। এই ঘটনায় দুভাগে ভাগ সোশ্যাল মিডিয়া। এবার মুখ খুললেন কঙ্গনা রানাউত। শনিবার ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেন কঙ্গনা রানাউত। কঙ্গনা লেখেন, "ধর্ষক, খুনি বা চোরদের এসব ক্ষেত্রে অনেক আবেগ থাকে। শারীরিক, মানসিক, অর্থনৈতিক সমস্যার জন্য অনেকেই অপরাধ করেন। কোনও অপরাধই কারণ ছাড়া হয় না। যতক্ষণ না পর্যন্ত জেল না হয়।"
কঙ্গনা জানিয়েছেন, "যদি অপরাধ নিয়ে আবেগ না থাকে না, তা হলে আইন হাতে তুলে নিতে হয়। মনে রাখবেন, কারও ব্যক্তিগত পরিসরে, কখনও যদি কারও হাত তোলা হয়, বা হেনস্থা করার সমর্থন করেন, তবে আপনি ধর্ষণ বা খুনকেও সমর্থন করেন। তবে নিজের অপরাধ মানসিকতা নিয়ে তাদের ভাবতে হবে। তাদের অবশ্যই তাদের মেডিটেশন বা যোগা করা উচিত।"
সিআইএসএফ কর্মীর বিরুদ্ধে চড় মারার অভিযোগে, কঙ্গনার পাশে দাঁড়িয়েছেন সাবানা আজমি, অনুপম খেরের মতো বলি তারকারা।