তাঁর বিরুদ্ধে করা FIR তুলে নেওয়ার আর্জি করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন তমলুকের BJP প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই ব্যাক্তিগত কারণ দেখিয়ে ওই মামলা ছেড়ে দিলেন তিনি। পরিবর্তে মামলাটির শুনানি হবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের এজলাসে।
কী অভিযোগ?
খুনের চেষ্টা, হামলা, ভাঙচুর সহ গত ৫ মে একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে। তাঁর দাবি, এর ফলে নির্বাচনী প্রচারে সমস্যা হচ্ছে তাঁর। আর সেকারণেই উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন অভিজিৎ।
Read More- প্রচারে সমস্যা হচ্ছে! আদালতের দ্বারস্থ হলেন BJP প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়
অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দাবি, তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আর সেকারণেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিজিৎ।