RG কর কাণ্ডে মঙ্গলবার সুপ্রিম কোর্টে রয়েছে শুনানি। রাজ্যের হয়ে ওই মামলায় সওয়াল করবেন দুঁদে আইনজীবী কপিল সিব্বল। অন্যদিকে জুনিয়র ডাক্তারদের হয়ে মঙ্গলবার শীর্ষ আদালতে সওয়াল করতে দেখা যাবে প্রবীণ আইনজীবী ইন্দিরা জয়সিং-কে। এর আগে আন্দোলনকারীদের হয়ে সওয়াল করছিলেন গীতা লুথর। কিন্তু পরের শুনানিতে আর তাঁকে দেখা যাবে না।
অন্যদিকে চিকিৎসকদের অপর একটি সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গল-ও এই মামলার পার্টি হয়েছেন। তাদের হয়ে সওয়াল করবেন করুণা নন্দী এবং সব্যসাচী চট্টোপাধ্যায়।
রবিবার রাতে জানা যায় ইন্দিরাকে আইনজীবী হিসেবে নিয়োগ করা হয়েছে। এবিষয়ে আন্দোলনকারী জুনিয়র ডাক্তার অনিকেত মাহাত জানান, মঙ্গলবার যে শুনানি হবে সেখানে তাঁদের হয়ে সওয়াল করবেন ইন্দিরা জয়সিং।
সুপ্রিম কোর্টের আইনজীবীদের অনেকেই জানিয়েছেন, প্রবীণ আইনজীবীদের মধ্যে ইন্দিরা অন্যতম নামী আইনজীবী। একাধিক গুরুত্বপূর্ণ মামলার সওয়াল-জবাবে অংশ নিয়ে জয়ীও হয়েছিলেন। ২০২৩ সালে জানুয়ারি মাসে সুপ্রিম কোর্টের লাইভ স্ট্রিমিং নিয়ে সুপ্রিম কোর্টে আর্জি করেছিলেন ইন্দিরা। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পিএস নরসিংহ এবং বিচারপতি জেবি পারদিওয়ালার বেঞ্চে তা শুনানি হয়েছিল। এবং লাইভ স্ট্রিমিংকে মান্যতা দিয়েছিল সুপ্রিম কোর্ট।
বিগত কয়েকদিনে রাজ্য সরকারের সঙ্গে আলোচনার পরিস্থিতি তৈরি হলেও তা ভেস্তে গিয়েছে শুধুমাত্র লাইভ স্ট্রিমিংয়ের জন্য। যা নিয়ে অনড় আন্দোলনকারীদের একাংশ। বিশেষজ্ঞদের একাংশ মনে করছে, সরকারের সঙ্গে আলোচনার ক্ষেত্রে লাইভ স্ট্রিমিংকেই গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সুপ্রিম কোর্টে তুলে ধরতে চাইছেন জুনিয়র ডাক্তাররা। আর সেই কারণেই সম্ভবত ইন্দিরা জয়সিংকে আইনজীবী হিসেবে নিয়োগ করা হয়েছে।