দিল্লির সাংবাদিক সৌম্যা বিশ্বনাথন খুনে দোষী সাব্যস্ত ৪ জনকে যাবজ্জীবনের সাজা শোনাল সাকেত আদালত। মামলার পঞ্চম দোষী সাব্যস্ত ব্যক্তি ইতিমধ্যেই মেয়াদ পূর্ণ করে ফেলেছে। আদালত জানিয়েছে, এই মামলাটি বিরলতম না হওয়ায়, দোষীদের মৃত্যুদণ্ড দেওয়া হয়নি।
২০০৮ সালের ৩০ সেপ্টেম্বর কাজ থেকে ফেরার পথে দিল্লির বসন্ত কুঞ্জের কাছে খুন হন ২৫ বছরের টেলিভিশন সাংবাদিক সৌম্যা। একটি গাড়ির ভিতর তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, তাঁর মাথা ফুঁড়ে যায় একটি হুলিষ তথ্যপ্রযুক্তি সংস্থার উচ্চপদস্থ কর্মী জিগীষা ঘোষের মৃত্যুর তদন্তে নেমে তথ্যপ্রমাণ হাতে পায় দিল্লি পুলিশ।
অভিযুক্তদের জেরা করে পুলিশ জানতে পারে, তাঁরা সৌম্যার খুনের সঙ্গেও যুক্ত। ২০০৯ সালে দিল্লি পুলিশ ৬২০ পাতার চার্জশিটে জানায়, ডাকাতি ও লুটপাটের জন্য সৌম্যাকে খুন করা হয়।