দীর্ঘ ২৮ মাসের লড়াই শেষ। জেল থেকে মুক্তি পেলেন সাংবাদিক সিদ্দিক কাপ্পান (Siddique Kappan)। বৃহস্পতিবার সকালে লক্ষ্ণৌয়ের জেল থেকে মুক্তি দেওয়া হয় সিদ্দিককে। জেল থেকে বেরিয়ে সিদ্দিক জানিয়েছেন, তিনি নির্দোষ। সাংবাদিকতা করার জন্য তাঁকে জেল খাটতে হয়েছে। জামিন পাওয়ার পরেও তাঁকে জেলবন্দি করে রাখা হয়েছিল। গত দু'বছর খুব কঠিন সময় ছিল। কিন্তু তিনি ভয় পাননি।
সিদ্দিকের জামিন মঞ্জুর হয়েছিল ২০২২ সালের ২৪ ডিসেম্বর। বিভিন্ন আইনি জটিলতার কারণে তাঁকে আরও প্রায় ৫ সপ্তাহ জেলে বন্দি করে রাখা হয়। অবশেষে বুধবার রাতে সমস্তরকম আইনি জটিলতা মিটে যায়। কিন্তু বুধবার রাতে মুক্তি পাওয়ার কথা থাকলেও বিচারক বার কাউন্সিলের নির্বাচনে ব্যস্ত ছিলেন। অবশেষে মুক্তি পেলেন সাংবাদিক সিদ্দিক কাপ্পান।
আরও পড়ুন- আদানী-হিন্ডেনবার্গ ইস্যুতে আলোচনা চেয়ে বিক্ষোভ, ২টো পর্যন্ত মুলতুবি সংসদ
উত্তরপ্রদেশের হাথরসে এক দলিত তরুণীকে গণধর্ষণ এবং খুনের অভিযোগে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। সেই সময়ে গোটা ঘটনা নিজের কলমে তুলে ধরেন সাংবাদিক কাপ্পান। এরপরেই ২০২০ সালের অক্টোবরে তাঁকে গ্রেফতার করা হয়।