সোশ্যাল মিডিয়ায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে রিলস। নিজের পছন্দের কন্টেন্ট কম সময়ের মধ্যেই দেখা সম্ভব। পছন্দ না হলে আপ বা ডাউন সোয়াইপ করলেই আসবে ভিন্ন স্বাদের কনটেন্ট। একদিকে পছন্দমতো কন্টেন্ট যেমন পাওয়া সম্ভব তেমনই কন্টেন্ট ক্রিয়েটারদেরও লক্ষ্মী লাভ হচ্ছে ভালোই। এবার বড়সড় ঘোষণা করল ভারতীয় রেল। রেল স্টেশনে রিলস বানালে আপনিও জিততে পারেন দেড় লাখ টাকা। কীভাবে? জানতে হলে শেষ পর্যন্ত ভিডিয়োটি দেখুন-
প্রচারে এবারে রিলসকে হাতিয়ার করতে চাইছে ভারতীয় রেল। রেলের তরফে সম্প্রতি একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সেখানেই জানানো হয়েছে, রেল স্টেশনে রিলস বানিয়ে আপলোড করলে জিততে পারেন দেড় লাখ টাকা। ভারতের ঐতিহ্য দেশবাসীর সামনে বিপুলভাবে প্রচার করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
রিলস বানালেই কি অর্থ জেতা সম্ভব?
প্রতিদিনই রেল স্টেশনে রেকর্ড করা শয়ে শয়ে রিলস আপলোড হয় বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এবার নিজেদের প্রচারেই সেই রিলসকেই হাতিয়ার করেছে রেল। অমৃত ভারত স্টেশন স্কিমে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে রিলস আপলোড করলেই টাকা মিলবে না। আপলোড করা রিলস বিচার করবেন ভারতীয় রেলের বিচারকরা। তাঁরাই বিচার করবেন কোন প্রতিযোগীর বানানো রিলস সবথেকে ভালো। এবং কে পাবেন দেড় লাখ টাকা।
রিলসে কী দেখাতে হবে?
রিলসের মাধ্যমে মূলত বিভিন্ন রেলস্টেশনের সঙ্গে যুক্ত ঐতিহ্য তুলে ধরতে হবে কন্টেন্ট ক্রিয়েটরদের। অর্থাৎ হাওড়া স্টেশন নিয়ে কেউ রিলস তৈরি করলে সেই কন্টেন্টে হাওড়া, কলকাতার ঐতিহ্য তুলে ধরতে হবে। তবেই সেই রিলস গ্রাহ্য হবে।
রেলের তরফে জানানো হয়েছে, সঠিক ফর্মাটে ভিডিয়ো তৈরি করার পর
তা সঠিক হ্যাশট্যাগের মাধ্যমে আপলোড করতে হবে।
কীভাবে অংশগ্রহণ করবেন ওই প্রতিযোগিতায়?
প্রথমে আপনার পছন্দের কোনও একটি স্টেশন বাছতে হবে। যে স্টেশনে আপনি রিলস তৈরি করবেন।
দ্বিতীয়ত, আপনি যেমনভাবে কন্টেন্ট তৈরি করতে চাইছেন সেই কন্টেন্ট তৈরির জন্য প্ল্যান করে নিন। প্রয়োজনে স্টোরিবোর্ড তৈরি করুন।
তৃতীয়ত এরপর ভিডিয়ো শ্যুট করুন। সঠিক ক্যামেরা ব্যবহার করুন। প্রয়োজনে মোবাইল ক্যামেরাও ব্যবহার করতে পারেন।
চতুর্থত, এরপর সঠিক হ্যাশট্যাগ ব্যবহার করে আপলোড করুন সেই রিলস। ফেসবুক এবং ইনস্টাগ্রামে আপলোড করতে পারেন।
পঞ্চমত, সেই ভিডিয়ো দেখার পর বিচারকরা বিচার করবেন কোন শর্টস আকর্ষণীয়। এবং বেস্ট রিলস মেকার পাবেন পাবে দেড় লাখ টাকা পুরষ্কার।
এর আগেই রেল স্টেশনে রিলস বানালেই শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য করা হবে বলে জানিয়েছিল রেল। রেলওয়ে আইন 1989 -এর আওতায় ১৪৫ এবং ১৪৭ ধারা অনুযায়ী, রেলওয়ে ট্র্যাক বা প্ল্যাটফর্মের পাশে সেলফি তোলা দণ্ডনীয় অপরাধ। নিয়ম না মানলে ১০০০ টাকা জরিমানা করতে পারে।