ঝাড়খণ্ডের তখতে চম্পাই সোরেন । কিন্তু, শাসকের দায়িত্ব গ্রহণের আগে, সোমবার বড় পরীক্ষার সামনে ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী । আজ, ৫ ফেব্রুয়ারি রয়েছে আস্থা ভোট । সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে গেলে অন্তত ৪১ জন বিধায়কের সমর্থন প্রয়োজন শাসক জোটের । আস্থা ভোটে কি জিততে পারবেন চম্পাই সোরেন ?
ঝাড়খণ্ড বিধানসভায় আসন সংখ্যা ৮১ । সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৪১ বিধায়কের সমর্থন । আর শাসকদলের হাতে রয়েছেন ৪৮ জন বিধায়ক । বিরোধীদের হাতে বাকি ২৯টি আসন । আর তিনজন নির্দল বিধায়ক । সেক্ষেত্রে, খুব সহজেই আস্থা ভোটে জিতবেন চম্পাই সোরেনরা, তা কিছুটা স্পষ্ট । তবে, তার মধ্যেও চিন্তার ভাঁজ জেএমএম জোটের সমর্থকদের কপালে ।
জানা গিয়েছে, আস্থা ভোটের আগেই ৫ বিধায়কের সমর্থন পাচ্ছে না জেএমএম । ৪৩ বিধায়কের সমর্থন রয়েছে । সেক্ষেত্রে, ম্যাজিক ফিগারের সঙ্গে ব্যবধান কমেছে অনেকটাই । তবে, রাজনৈতিক মহলের মতে, বিরোধী বিদ্রোহী বিধায়কদেরও সমর্থন পেতে পারে জেএমএম । সেক্ষেত্রে, সংখ্যাগরিষ্ঠতার প্রমাণের এই পরীক্ষায় ভালভাবেই যে উত্তীর্ণ হবেন চম্পাই সোরেন, এমনই মনে করছেন রাজনীতির কারবারিরা ।