রামমন্দির প্রতিষ্ঠা উপলক্ষ্যে ছুটি ঘোষণা করেছে BJP শাসিত রাজ্যগুলি। এবার ছুটি ঘোষণা করা হল কংগ্রেস শাসিত রাজ্য হিমাচল প্রদেশেও। রবিবার একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে সোমবার সেখানকার সমস্ত সরকারি দফতর বন্ধ রাখা হবে।
ঝাড়খণ্ডেও অর্ধদিবস ছুটি
এদিকে ঝাড়খণ্ডের অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে। এবিষয়ে জানিয়ে দিয়েছেন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হিমন্ত সোরেন। সোমবার দুপুর আড়াইটে পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত সরকারি দফতর। এদিকে INDIA জোটে রয়েছে কংগ্রেস এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। ফলে ওই দুটি রাজ্যে ছুটি ঘোষণার ফলে শুরু হয়েছে জল্পনা।
Read More- দেশীয় উপগ্রহের ক্যামেরায় রাম মন্দির, ছবি প্রকাশ করল ইসরো
কেন্দ্রীয় সরকারের অফিসে ছুটি
রাম মন্দির উদ্বোধন উপলক্ষ্যে সোমবার দুপুর আড়াইটে পর্যন্ত কেন্দ্রীয় সরকারের সমস্ত দফতরে ছুটি ঘোষণা করা হয়েছে। দিল্লি AIIMS এ-ও ছুটি ঘোষণা করা হলেও পরে সেই নির্দেশিকা তুলে নেওয়া হয়েছে।