শুক্রবার রাজীব হত্যায় সাজাপ্রাপ্ত ছয় অপরাধীকে মুক্তি দেয় সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালতের এই সিদ্ধান্তে যথেষ্ট ক্ষুব্ধ কংগ্রেস। শুক্রবার এ বিষয়ে কংগ্রেস নেতা জয়রাম রমেশ জানান, ‘‘রাজীব গান্ধীর খুনিদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত পুরোপুরি ভুল।" কোনওভাবেই এই সিদ্ধান্ত মানা যায় না বলেও জানান তিনি। মুক্তিপ্রাপ্ত অপরাধীরা হলেন নলিনী শ্রীহরণ, মুরুগান, রবার্ট পায়াস রবিচন্দ্রন, শান্থন, এবং জয়কুমার।
চলতি বছর, মে মাসে রাজীব গান্ধী হত্যায় সাজাপ্রাপ্ত পেরারিভালানকে মুক্তি দেয় শীর্ষ আদালত। ১৯৯১ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যায় সামিল ছিলেন তিনি। জেলে বাকি ছিলেন ৬ জন। শুক্রবার নলিনী শ্রীহরণ, সানথান, মুরুগান, রবার্ট পায়াস ও আরপি রবিচন্দ্রনকে মুক্তির নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।
আরও পড়ুন- Rajiv Gandhi Killers Free: রাজীব গান্ধী হত্যায় ৬ সাজাপ্রাপ্তকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের
রাজীব গান্ধী হত্যা মামলায় ১৯৯৯ সালে সুপ্রিম কোর্ট মোট ৭ অপরাধীর মধ্যে৩ জনের মৃত্যুদণ্ড দেয়। ৪ জনকে যাবজ্জীবন দেওয়া হয়। ২০১৪ সালে সুপ্রিম কোর্ট পরিবর্তিত রায়ে তিনজনকেই যাবজ্জীবনের নির্দেশ দেয়।