J P Nadda : নাড্ডার নেতৃত্বেই লোকসভা ভোটে বিজেপি, বাড়ল সভাপতির মেয়াদ কাল

Updated : Jan 24, 2023 17:03
|
Editorji News Desk

২০২৪ সালের লোকসভা ভোট পর্যন্ত সর্বভারতীয় সভাপতি হিসাবে জগৎ প্রকাশ নাড্ডার উপরেই আস্থা রাখল বিজেপি। আগামী বছরের জুন পর্যন্ত সভাপতি পদে তাঁর মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত গৃহিত হল।  নাড্ডাকে বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে ফের একবার সমর্থন করেন বর্ষীয়ান নেতা রাজনাথ সিং। ফলে, এই পদে রাজনাথ ও অমিত শাহের পর মেয়াদ বাড়ল নাড্ডারও।  রাজনৈতিক মহলের মতে, ২০২৪ সালে মোদির নেতৃত্বে দিল্লি জয়ের বিষয়টি এখন থেকেই নিশ্চিত বলেই মনে করছে গেরুয়া শিবির। এই পরিস্থিতিতে এদিন অমিত শাহ জানান, তেলেঙ্গনা এবং বাংলায় বিজেপি না জিতলেও, এই দুই রাজ্যে নাড্ডার নেতৃত্বে বিজেপি জেতার মতো জায়গা এসে গিয়েছিল। 

২০২৪ সালে লোকসভা ভোটের আগে, এই বছর ৯ রাজ্যে বিজেপিকে লোকসভার সেমিফাইনাল খেলতে নামতে হবে।  এই ৯ রাজ্যের ভোটকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলেই দাবি বিজেপির সর্বভারতীয় সভাপতির। লোকসভার আগে কর্নাটক, মেঘালয়, নাগাল্যান্ড, ত্রিপুরা, মিজোরাম, ছত্তীশগঢ়, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং তেলঙ্গানা এই ৯ রাজ্যের বিধানসভা ভোটকেও নজরে রেখেছে বিজেপি। এই রাজ্যগুলিতে কর্মীদের কী করতে হবে, তা আগামী কয়েকদিনের মধ্যেই ঠিক করে দেবে কেন্দ্রীয় নেতৃত্ব। 

জাতীয় কর্মসমিতির বৈঠকে ঠিক হয়েছে মোট ১৬০টি লোকসভা কেন্দ্রকে আগে থেকেই চিহ্নিত করা হয়েছে। এই আসনগুলোর জন্য নেওয়া হচ্ছে বিশেষ কৌশল। সূত্রের খবর, এ জন্য ১ লক্ষেরও বেশি বুথে আরও ব্যাপক জনসংযোগের কাজ হাতে নেওয়া হয়েছে।

Narendra ModiBJPJP NaddaAmit ShahDelhi

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক